রাকিব হাসান- মাদারীপুরঃ কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মোতাবেক মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের বিএনপির প্রার্থী মোঃ কামাল হোসেন বেপারী সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার ও ভোট বর্জন করেন। আজ রবিবার সকালে তার নিজ বাড়িতে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি তার লিখিত বক্তব্য উপস্থিত সাংবাদিকদের পড়ে শুনান। তিনি বলেন,নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৪ ফেব্রুয়ারী কালকিনি পৌরসভা নির্বাচন হওয়ার কথা। আমি সেই লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির সহ গনশিক্ষা বিষায়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের দিকনির্দেশনা মোতাবেক কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির সকল সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মিদের নিয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন হাট বাজার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ব্যাপক প্রচার প্রচারনা,উঠান বৈঠক ও গনসংযোগ করি।বিএনপি বিজয় কোন ভাবে ঠেকানো যাবে না বিদায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেন। তবুও আমরা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। পুনরায় ৩১ মার্চ ভোট গ্রহন তারিখ নির্ধারন করেন নির্বাচন কমিশন।এমতবস্থায় ভোট কার্চুপি আ.মীলীগের সন্ত্রাসী কর্মকান্ড পৌরবাসির জানমালের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমি কামাল হোসেন বেপারী নির্বাচন বর্জন ও প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা করলাম। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী,সাধারন সম্পাদক মাহবুব হোসেন মুন্সী,যুগ্ন সম্পাদক নুরে আলম সান্টু প্রমুখ।
কালকিনি পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ও ভোট বর্জন
ক্রাইম নিউজ ঢাকা
মার্চ, ২১, ২০২১, ৭:৪২ অপরাহ্ণ
জেলার খবর |
20 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।