এ এন নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রাণীবিদ্যা এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। পরীক্ষা নেয়ার পর দীর্ঘ ১৫ মাস পার হলেও শিক্ষার্থীরা এখনো তাদের ফল পাননি। যদিও পরীক্ষা নেয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে।
এদিকে ওই শিক্ষাবর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে পরীক্ষার আবেদন ফরম অনলাইনে পূরণ করতে বলা হয়েছে। তবে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ করতে পারছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে জানানো হয়েছে, ১৬ থেকে ৩০ মার্চের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা নেয়ার ১৫ মাসের মধ্যেও ফল প্রকাশ না হওয়ায় দ্বিতীয় বর্ষের ফরম পূরণ করতে পারছি না। কী করবো বুঝতে পারছি না। এত দুশ্চিন্তা ও অনিশ্চয়তা নিয়ে পড়াশুনা করা সম্ভব হচ্ছে না। ঢাবি অধিভুক্তির পর থেকেই নানা বঞ্চনার শিকার হচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার ফল নিয়ে বার বার সমস্যায় পড়তে হচ্ছে সাত কলেজের শিক্ষার্থীদের। এ বিষয়টি সমাধানের জন্য যেন কেউ নেই!
ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়কারী অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, সাত কলেজের শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে বৃহত্তর পরিসরে কাজ চলছে। এ বিষয়ে আমাদের অসংখ্য পরিকল্পনা রয়েছে। প্রায় সব বিষয়ের ফলাফল প্রকাশ হয়েছে। কয়েকটি বিভাগের বাকি আছে তা কিছু দিনের মধ্যেই প্রকাশ হবে।
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকায় অবস্থিত সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজে, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।