এ বি এম মশিউর রাহিম নবেলঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ১৬ কেজি গাঁজাসহ মো. সোহাগ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) যাত্রাবাড়ী থানার ঢাকা- চট্রগ্রাম সড়কের জোড়া খাম্বা এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।