এ এন নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আটকের ঘটনায় আলোচনা-সমালোচনা তুঙ্গে । শনিবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিওতে দেখা যায় মামুনুল হককে স্থানীয়রা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। এসময় তার সাথে থাকা ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক। পরে অবশ্য পুলিশ হেফাজতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দুটি পোস্ট করেছেন হেফাজত ইসলামের এই শীর্ষস্থানীয় নেতা। সেখানে তিনি নিরাপদে আছেন উল্লেখ করেন এবং দেশবাসীকে গুজবে বিভ্রান্ত না হবার ব্যাপারে অনুরোধ করেন। এর পরে লাইভে আসার ব্যাপারে আরো একটি পোস্ট করেন তিনি।
প্রথম পোস্টে তিনি বলেছেন, `আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ! কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না !!