জাহিদ হাসান জিহাদঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর আলম (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলায় কাশিমপুর কারাগার-২ বন্দি ছিলেন। তার হাজতি নং- ২৩৫৪/২০। মারা যাওয়া ওই বন্দি জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগরের টঙ্গী দত্তপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোঃ আবু সায়েম জানান, রাজধানীর শাহবাগ থানার দায়ের হওয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় এ কারাগারে বন্দি ছিলো জাহাঙ্গীর আলম। শুক্রবার রাতে হঠাৎ কারাগাররে ভেতর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
ক্রাইম নিউজ ঢাকা
এপ্রিল, ১০, ২০২১, ৯:২৮ পূর্বাহ্ণ
অন্যান্য |
28 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।