এ এন নিউজ প্রতিবেদকঃ “মানব সেবাই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে । একই সাথে ৩ বছর মেয়াদী কালীগঞ্জ উপজেলা শাখার পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি গঠন করা হয় । রবিবার (১১ই এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার কালিগঞ্জ জনসেবা হাসপাতাল অডিটোরিয়ামে কালীগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির আহ্বায়ক কাজী মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে, পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ সবুজ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ডঃ আব্দুর রহমান, মোঃ জালাল উদ্দিন রাজু, মোঃ সাইফুল ইসলাম, ডা: মাইদুল ইসলাম প্রমুখ । সম্মেলন শেষে আগামী ৩ বছরের জন্য সর্ব সম্মতিক্রমে ড:মোহাম্মদ মনজুর হোসেনকে সভাপতি ও মোঃ মুক্তাদির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন করা হয় ।