এ এন নিউজ ডেস্কঃ ক্লাস চলাকালীন স্কুল ঘরে আগ্নিকাণ্ডে নার্সারিতে পড়ুয়া ২০ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খড়ের তৈরি ওই স্কুল ঘরে আগুন লেগে মুহুর্তেই সে আগুন ছড়িয়ে পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা ২০ শিশু আটকা পড়ে। মঙ্গলবার (১৩ এপ্রিল) পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে এই ঘটনা ঘটে। সূত্র রয়টার্স।
দেশটির ফায়ার সার্ভিসের প্রধান কর্ণেল বোকো বউবাকার রয়টার্সকে জানান, আগুনে পুড়ে মারা যাওয়া বেশিরভাগ শিশুর বয়স ৩ থেকে ৪ বছর। শ্রেণিকক্ষগুলো যেহেতু খড়ের তৈরি ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর আটকে পড়া বাচ্চাগুলো বের হবার সুযোগ পায়নি। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
একজন উদ্ধারকর্মী জানান, স্কুলটির প্রধান গেটে থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে আর কোন গেট না থাকায় তুলনামূলক বড় শিক্ষার্থীরা দেয়াল টপকে বের হয়ে যায়। কিন্তু নার্সারির ছোট শিক্ষার্থীরা দেয়াল টপকাতে না পেড়ে ঘটনাস্থলে পুড়ে মারা যায়।
ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছায়। অনেক্ষণ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আটকে পড়া শিশুদের আর রক্ষা করা যায়নি।
এ ঘটনার পর নাইজারের প্রধানমন্ত্রী উহমৌদি মানামাদু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোক প্রকাশ করেন।