নুর কুতুবুল আলমঃ রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জের ধরে পান বরজে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গনিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামে বুধবার রাত সাড়ে নয় ঘটিকার দিকে পানচাষী আয়েন উদ্দীন এবং আব্দুস সালামের দুটি পান বরজ পুড়িয়ে দেয়া হয়েছে। পানচাষী আয়েন উদ্দীন, এলাকাবাসী সাবেক সেনা সদস্য জোবায়েদ হোসেন, সাবেক চেয়ারম্যান হারুন অর-রশীদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে পান বরজে আগুন দেয়া হয়েছে। এতে প্রায় ৬/৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে । পানচাষী আয়েন উদ্দীন এবং আব্দুস সালামের দুটি পান বরজ সম্পূর্ণ ভস্মীভূত, পার্শবর্তী অপর একটি পান বরজের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে । ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে আসার পূর্বে পান বরজ ভস্মীভূত হয়। স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাগমারা থানা পুলিশ এবং ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রন্জু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সূত্র জানায়, থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
বাগমারায় পান বরজে আগুন দেয়ার অভিযোগ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।