জাহিদ হাসান জিহাদঃ গাজীপুর মহানগরের টঙ্গী বনমালা ইসলামপুর এলাকায় জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে ভাইয়ের হাতে থাকা লাঠির আঘাতে আপন বোন গুরুতর জখম হয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। মর্মে আহত বোন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বনমালা এলাকার মৃত শাহাজউদ্দিন মোল্লার ছেলে আহসান মোল্লা(৪৮) এর সাথে তার আপন বোন সুরাইয়া আলম সুরমা (৩৫) এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে গত ২৮ তারিখ সকাল ১০টায় আহসান মোল্লা ইসলামপুর বনমালা এলাকায় সুরাইয়া আলম সুরমার বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় সুরাইয়া আলম সুরমা প্রতিবাদ করলে আহসান মোল্লার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে রক্তাত্ব জখম করে। এসময় সুরাইয়া আলম সুরমার আতঃচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আহসান মোল্লা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আসহান মোল্লা পরবর্তীতে সুযোগমতো পাইলে সুরাইয়া আলম সুরমার স্বপরিবারকে হত্যা করে লাশ গুম করে ফেলবে হুমকি প্রদান করতে থাকে। উক্ত হুমকীর কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সুরাইয়া আলম সুরমার পরিবার। তাই তিনি এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে টঙ্গীতে ভাইয়ের হাতে বোন জখম
ক্রাইম নিউজ ঢাকা
এপ্রিল, ২৯, ২০২১, ৫:৪৪ অপরাহ্ণ
জেলার খবর |
19 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।