এ এন নিউজ ডেস্কঃ ভারতে ভয়াবহ করোনা সংক্রমণের মধ্যে হাসপাতাল থেকে তিন হাজার রোগী পালিয়ে গেছে। এ ঘটনা ঘটেছে কর্ণাটক রাজ্যে। মহারাষ্ট্র-দিল্লিসহ যেসব রাজ্যের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনকহারে বাড়ছে, তার মধ্যে কর্ণাটকও রয়েছে। এই অবস্থায় হাসপাতাল থেকে এই বিশাল সংখ্যক রোগী পালানোর ঘটনায় শঙ্কা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ খবর জানায় কর্তৃপক্ষ।
খবরে বলা হয়, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর হাসপাতাল থেকে তিন হাজার রোগী পালিয়ে পালিয়ে গেছে। রোগীদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ। কিন্তু তাদের মোবাইল নম্বর বন্ধ থাকার কোন প্রচেষ্টাই কাকে আসছে না। এ নিয়ে রাজ্য সরকার বেশ বিপাকেই পড়েছে।
এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন, হাসপাতাল থেকে করোনা রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি নতুন কিছু না। এর আগের বছরও একই ঘটনা ঘটেছিল।
এদিকে অন্যান্য রাজ্যের মত কর্ণাটকের প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টার রাজ্যে আক্রান্ত্ হয়েছেন ৩৯ হাজার ৪৭ জন এবং মারা গেছেন ২২৯ জন।