মোঃ রাশেদুল ইসলামঃ বৈশ্বিক করোনা মহামারি কালে বিশ্ব যখন স্থবির ঠিক তখনই নীলফামারীতে মধ্যরাতে সেহেরী বিতরণ করে বিড়ল দৃষ্টান্ত স্থাপন করলেন সেইফ ফাউন্ডেশন। পবিত্র মাহে রমজানে প্রথম দিন থেকেই অসহায়-দুঃস্থদের ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। গত (২৮ এপ্রিল) থেকে শুরু করে পুরো রমজান মাস ব্যাপী সেহেরী সামগ্রী নিয়ে দুস্থ্য অসহায় মানুষের পাশে থেকে তাদের দুমুঠো খাবার তুলে দেওয়ার কাজটি করে যেতে চান সেইফ ফাউন্ডেশন। গত বুধবার নীলফামারী পুরাতন ষ্টেশনে ও বস্তিতে শতাধিক অসচ্ছল ও দুস্থ্য মানুষের মাঝে সেহেরী বিতরন করেন। এ বিষয়ে সেইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আমিন স্বপন বলেন, সেইফ ফাউন্ডেশন নীলফামারীতে করোনা মহামারি সহ সকল দূর্যোগে দুস্থ অসহায় মানুষের পাশে ছিলো এবং আছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসের সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের কারণে খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই তাদের পাশে দাড়িয়ে তাদের তাদের সেহেরীর ব্যাবস্থা করে দেয়ার চেষ্টা করে যাচ্ছি।
নীলফামারীতে সেইফ ফাউন্ডেশনের উদ্যােগে সেহেরী বিতরণ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।