এস,এম,মনির হোসেন জীবনঃ রাজধানীর কোতয়ালী থানার মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে ৩৫৯৩ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধ ও প্যাথিডিনসহ ঔষধ কালোবাজারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম গোবিন্দ বর্মন (৫৬)। এসময় তার নিকট থেকে নগদ- ৩ হাজা ৬ শ টাকা জব্দ করা হয়। র্যাব- ১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব- ১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিওিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন টার পর র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর কোতয়ালী থানার মিটফোর্ড রোড, মঞ্জুর মার্কেট এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা পাঁচ লক্ষ টাকা মূল্যের ৮৯ পিস প্যাথিডিন, ১৮৭ পিস জি মরফিন ট্যাবলেট ও তিন হাজার তিনশত সতের পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নাম গোবিন্দ বর্মন (৫৬)। এসময় তার নিকট থেকে নগদ- ৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে প্যাথিডিন ও বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকার বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
রাজধানীর মিটফোর্ড থেকে ৩৫৯৩ পিস বিদেশী ঔষধ ও প্যাথিডিনসহ এক ব্যক্তি গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
এপ্রিল, ৩০, ২০২১, ৬:১৬ অপরাহ্ণ
রাজধানী |
21 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।