মোল্লা তানিয়া ইসলাম তমাঃ অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক নাজনীন নাহার বিপা । বুধবার (১২ই মে) মিরপুরের পল্লবীর তার নিজ এলাকার প্রায় ২শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গী, পাঞ্জাবি ও ছোট বাচ্চাদের বিভিন্ন রকম পোশাক এবং স্বাস্থ্য সুরক্ষা বিভিন্ন সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরন করেন তিনি । এসময় ছাত্রলীগের নাজনীন নাহার বিপা বলেন, “এই করোনাকালে গরীব অসহায় ও এতিমদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধায়নে এবং মানবিক মূল্যবোধ থেকে দেশের এই ক্রান্তিলগ্নে বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া অসহায় দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি ।
তিনি আরো জানান, বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে অসহায় দুঃস্থ মানুষের মাঝে তার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন । ছাত্রলীগের নাজনীন নাহার বিপা আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শুধু রাজ পথেই লড়াই সংগ্রাম করেনা । দেশের যে কোন ধরনের দুর্যোগেও ছাত্রলীগ নিজেদের জীবনের তোয়াক্কা না করে দুর্যোগ মোকাবেলায় লড়াই করে । যেমন বৃক্ষরোপণ করা, ধান কেটে কৃষককে সহযোগিতা করা, করোনাভাইরাসের সময়ে আক্রান্ত রোগী এবং যারা মৃত্যুবরণ করে তাদের পাশে দাঁড়ানো, অসহায়দের সব ধরনের সাহায্য করা, ছাত্রলীগের সাধ্যমত অনাহারীদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, এক কথায় দেশ ও মানব সেবার জন্য যেই কাজগুলো করা দরকার তার সব গুলো কাজেই বাংলাদেশ ছাত্রলীগ মুখ্যভূমিকা পালন করে থাকে । যার কারনে বাংলাদেশসহ সারাবিশ্বেই রয়েছে ছাত্রলীগের সুনাম ।
তিনি আরও বলেন, মহামারী করোনা ভাইরাসের কারনে এবার মানুষের ঈদ করতে অনেকটাই কষ্টকর হবে । তবুও আপনারা সবাই সরকারী নির্দেশনা মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে আপনাদের নিজ নিজ মসজিদে রমজানের ঈদের নামাজ আদায় করবেন এবং আপনারা আপনাদের পরিবার পরিজনদের পাশে দাড়িয়ে ঈদুল ফিতরের আনন্দ দেওয়ার চেষ্টা করবেন । ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলি । ঈদ সবার জন্য নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা । সবার জন্য ঈদ মোবারক।
অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন ছাত্রলীগের- বিপা

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।