সাইফুল ইসলাম রয়েল, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে বজ্রপাতে আয়েশ আলী (৪৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আয়েশ আলী উপজেলার আইহাই ইউনিয়নের হাঁসপুকুর গ্রামের ফজর আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে আয়েশ আলী স্থানীয় বোয়ালমারী খাড়ি এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রপাত ঘটলে ভেজা গায়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ঘটনাস্থলেই তাৎক্ষণিক ভাবে তার মৃত্যু হয়। এসময় তার মাথায় থাকা মাথাল অন্যত্র ছিটকে চলে যায় বলে জানান স্থানীয়রা।
এ-ই খবর লেখা পর্যন্ত থানায় কোন অপমৃত্যু মামলা হয়নি বলে জানা গেছে।