নিজস্ব প্রতিনিধি আনোয়ার হোসেনঃ
পটুয়াখালীর গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শেরুখার বাজার এর পার্শদিয়ে বয়ে গেছে একটি খাল, জনসাধারণের চলাচলের জন্য এ লোহার পুলটি করে দেওয়া হয়েছিল দীর্ঘ প্রায় ১৫ বছর পুর্বে। একসময় এখানদিয়ে মানুষের ব্যপকভাবে যাতায়াত ছিল।স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও এলাকার বয়োবৃদ্ধ সহ অনেক রোগীরা চলাচল করতো।
স্হানীয় জনসাধারণের কাছ থেকে জানতে চাইলে ওনারা বলেন এই পুলদিয়ে আমরা এপারওপার প্রয়োজনে যাতায়াত করি কিন্তু আশ্চর্যের বিষয় হল বহুদিন ধরে এভাবে পুলটি ভেঙে পড়ে আছে কারো নজরে আসেনা আমাদের মা বোন বা মুমূর্ষু রোগীদের কে নিয়ে আসা-যাওয়া করা দুষ্কর হয়ে গেছে । এ বিষয়ে এলাকাবাসীরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের রুপকার রাস্তাঘাট ব্রীজ কালভাট এর যে ভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন এখানে অনেকদিন ধরে দুমড়েমুচড়ে থাকা এই পুলটি অতিদ্রুত মেরামত করা খুবই জরুরী বলে মনে করছেন এলাকাবাসী। তারা আরও বলেন সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি পুলের সংযোগরাস্তা সহ দুিমড়ে-মুচড়ে যাওয়া পুলের সংস্কারের বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখার অনুরোধ করেন।