নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুরে অস্ত্রসহ ২ ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। গত রবিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের আড্ডা বাজারের পূর্ব পাশে মিজানুর রহমানের “স” মিলের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটক হৃদয়(২৭) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার শেখ পাড়া এলাকার কিবরিয়ার ছেলে। অপরজন শিশির(২০) একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাবসূত্রে জানা যায়, র্যাব-৫ এর একটি বিশেষ দল টহল ও মাদক অভিযানের উদ্দেশ্যে উপজেলার নিমদীঘি বাজারে অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মাদক চোরাকারবারিদের ধরার উদ্দেশ্যে আড্ডা বাজারের মিজানুর রহমানের ‘স’ মিলে অবস্থান নিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন পালাতে থাকে। র্যাব সদস্যরা ঘটনাস্হলে দুজনকে আটক করে ১ জন পালাইয়া যায়। পলাতক ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগ ফেলে দেয়। শপিং ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় ৬ টি দেশীয় রিভালভার, ১ রাউন্ড গুলি, ১ ফোন ও নগদ ৮,০০০/ টাকা।
আটক হৃদয় বলেন, আমরা অস্ত্র নিয়ে আসা অপর ব্যক্তির সঙ্গে ছিলাম। আমরা এ বিষয়ে তেমন কিছু জানি না। আমার একটি ছোট মেয়ে রয়েছে তার জন্য খুব খারাপ লাগছে।
নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, মামলার প্রস্তুতি চলছে।