নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারীয়া পেরেরা।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
৮ ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মাসিক সভায় আইন শৃংখলা সন্ত্রাস ও নাশকতা, উপজেলা নারী ও শিশু নির্যাতন , যৌতুক, বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত , মানব পাচার প্রতিরোধ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।