সাইফুল ইসলাম রয়েল সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে ক্ষুদ্র-নৃগোষ্ঠী যুব সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে যুব সম্প্রদায়কে সমন্বয়ে অত্র প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা যুব উন্নয়নের আয়োজনে, যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির বাস্তবায়নে, স্থানীয় সরকার ও জাপান ইন্টার্নেশনাল কোঅপারেশন এজেন্সির সহায়তায় ক্ষুদ্র- নৃগোষ্ঠী যুব সম্প্রদায়কে মিষ্টির প্যাকেট, কগজের ব্যাগ ও ঠোংগা, বিভিন্নরকম খাম তৈরির প্রশিক্ষন প্রদান করা হবে, ২৬ আগষ্ট বৃহস্পতিবার উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা যুব উন্নয়ন অফিসার ইগনু সাব্বির অাহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অাব্দুর রশিদ, উপজেলা উন্নয়ন সমন্বয় অফিসার (জাইকা) শহিদুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার অাব্দুল মান্নান, প্রমুখ।