সাইফুল ইসলাম রয়েল সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ রুজিনা পারভীনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মেরাজ হোসেন মিসবাহ ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।