সাইফুল ইসলাম রয়েল, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য’র আলোকে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি করতে সুফলভোগীদের প্রশিক্ষন ও পোনা ধব্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের নিমিত্তে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যজীবীদের মাঝে প্রশিক্ষন এবং পোনা বিনষ্টরীদের অবৈধ কারেন্ট জাল পুড়ে ধ্বংস করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ৩ জন সুফলভোগীর মাঝে ১৭ ব্যাগ মাছের খাদ্য বিতরণ করা হয়। পরে উপজেলা চত্বওে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভীন, সাংবাদিক সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবিগন সেখানে উপস্থিত ছিলেন।