সাইফুল ইসলাম রয়েল, সাপাহার নওগাঁ- প্রতিনিধি
রবিবার ১০ অক্টোবর, শারদীয় দূর্গা পুজা ২০২১ উপলক্ষে সাপাহার থানা চত্বরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গৃহীত পদক্ষেপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন বিপিএম পুলিশ সুপার নওগাঁ আবদুল মান্নান মিয়া,
উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি সার্কেল বিনয় কুমার, সাপাহার থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, অফিসার ইনচার্জ (তদন্ত) আল মাহামুদ, দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত অফিসার-ফোর্স সহ আনসার, গ্রামপুলিশদের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
এছাড়াও কেউ অস্থিতিশীল অবস্থা বা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উক্ত অনুষ্ঠানে অফিসার-ফোর্স সহ আনসার, গ্রামপুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।