এ বি এম ফয়েজ-উর- রাহিম পাবেলঃ “মাক্স পরার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় ধাপেও করোনা মোকাবেলায় লোক সমাগম নিয়ন্ত্রণ ও মাক্স পরতে বাধ্য করতে মাঠে নেমেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কৃষক লীগ । ২য় বারের মত নতুন করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি
পাওয়ায় বরাবরের মতো মাঠে নেমে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৫৪নং ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ । সোমবার ( ১৯ এপ্রিল) সকাল ১০টায় ৫৪নং ওয়ার্ড কৃষক লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা ও সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ কর্মসূচীর সূচনা করা হয় । এসময় উপস্থিত ছিলেন, ৫৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন নাসির, কৃষক লীগ নেতা মোঃ ফিরোজ, মোঃ তারেক. আল আমিন. মোঃ পলাশ.সিজান.অনিম. রাবিব প্রমুখ ।