মোঃ মুক্তাদির হোসেনঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত লকডাউন কার্যকর, স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন স্থানীয় উপজেলা প্রশাসন। বুধবার (২১এপ্রিল) দুপুর কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার-সহ গুরত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক এসময় মাস্ক পরিধান না করা ও সরকারের নির্দেশনা না মানায় নয় হাজার দুই শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক জানান, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের মাধ্যমে সরকারি আদেশ ও আইন লঙ্ঘনের জন্য এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক পরিধান না করার জন্য এবং সরকারি নির্দেশনা অমান্যের দায়ে বিভিন্ন অপরাধীকে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের তফসিলভুক্ত বিভিন্ন আইনে কালীগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কালীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।