জাহিদ হাসান জিহাদঃ করোনা মহামারীর দ্বিতীয় ধাপের শুরু থেকেই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীর আঁধারের আলো ফাউন্ডেশনের উদ্যোগে নি¤œ আয়ের মানুষের মাঝে রোজার উপহার সামগ্রী, হ্যান্ডসেনিটাইজার, মাক্স বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধার সন্তান, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মো: আক্তার সরকারের ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করা হয়েছে। নি¤œ আয়ের মানুষের রোজার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঁধারের আলো ফাউন্ডেশনের সদস্য হৃদয় সরকার, নূরুজ্জামান, শাকিব হোসেন, মো: আব্দুল্লাহ, শেখ মো: সিয়াম, নাজমুল হাসান সাকিব, আলবি হোসেন প্রমুখ। উল্লেখ্য, করোনা মহামারীর প্রথম ধাপ থেকে শুরু করে অদ্যবধি দ্বিতীয় ধাপে সূচনা লংগ্ন থেকে এ যাবত সাধারণ মানুষের মাঝে মাক্স, হ্যান্ডসেনিটাইজার বিতরণ করে যাচ্ছে। এছাড়াও রোজা শুরু থেকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন ১শ’জন করে বিতরণের অংশ হিসেবে গতকাল শুক্রুবার দশম ধাপের রোজার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আঁধারের আলো ফাউন্ডেশনের উদ্যোগে রোজার উপহার সামগ্রী বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
এপ্রিল, ২৩, ২০২১, ৬:০১ অপরাহ্ণ
জেলার খবর |
34 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।