আওলাদ হোসেনঃ অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন কেসি ফাউন্ডেশন । ঈদের অনাবিল আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে দুঃস্থ ও অসহায় মানুষকে ঈদবস্ত্র উপহার দিলেন বিশিষ্ট সমাজ সেবক,
ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, শিল্পোদ্যোক্তা, নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ খসরু চৌধুরীর প্রতিষ্ঠিত কেসি ফাউন্ডেশন । রোববার (২ মে ) ঢাকা ১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে প্রায় ৪হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরন করা হয় । এসময় ঢাকা উত্তর সিটির ৫৪নং ওয়ার্ডে এই বস্ত্র বিতরণ কালে কে সি ফাউন্ডেশনের ঐ ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন বলেন, ঈদের খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে কে সি ফাউন্ডেশন এই প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে ।
এ মহাদুর্যোগের সময় কে সি ফাউন্ডেশন সাধ্য মতো আপনাদের সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ । করোনা ভাইরাস সংক্রমণ থেকে দেশ সম্পূর্ণভাবে মুক্তি না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মিলন মিয়া, মোঃ নাসির, সাজিদ মাহমুদ মফি, সাদ্দাম হোসেন প্রমুখ ।