মোঃ মুক্তাদির হোসেনঃ গাজীপুরে কালীগঞ্জে ৩৩৩তে খাদ্য সহায়তা চাইলেন দুই টি পরিবার,নিজ বাড়িতে কোন প্রয়োজনীয় খাবার না থাকায় তূমুলিয়া ইউনিয়ন এর রাঙ্গামাটিয়া গ্রামের ড্যানিয়াল কস্তা ও জয়হাজাম, নামের দুই ব্যক্তি ৩৩৩ ফোন দেওয়ার পর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। মোঃ শিবলী সাদিকের নির্দেশনায় সহায়তা প্রদান করেন, দুইটি পরিবার, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ৫কেজি,আলু ২ কেজি,সোয়াবিন তৈল ১ লিটার, মশারী ডাল দিয়ে সহায়তা করেন, ভুক্তভোগীরা জানান আমরা অনেক উপকৃত হলাম, এই মহাবিশ্বের মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির সারাদেশে লগ ডাউন চলা কালীন সরকারের এই উদারতা কথা আমাদের পরিবার কোন দিন ভুলতে পারবো না। উল্লেখ্য করা যেতে পারে ড্যানিয়াল কস্তা ঢাকা একটি রেস্টুরেন্টে বাবুর্চির সহায়ক হিসেবে কাজ করতো,অন্য জন কৃষি কাজ করতো, ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকার কে এবং কালীগঞ্জ উপজেলা প্রশাসনকে।
কালীগঞ্জে ৩৩৩ তে ফোন করে খাদ্য সহায়তা পেল ২টি পরিবার
ক্রাইম নিউজ ঢাকা
মে, ২, ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ
জেলার খবর |
25 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।