নাহিদ হাসান নিয়ামতপুর( নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র ও ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তরুন উদ্যোক্তা চন্দননগর ইউনিয়নের বার বার নির্বাচিত ও সফল চেয়ারম্যান থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতার তৃতীয় ছেলে শিক্ষানবিশ আইনজীবী তারেকুজ্জামন জয়।
সোমবার দুপুর ১২টায় চন্দননগর ইউনিয়নের ১নং ৩নং ৪নং ও ৬ নং ওয়ার্ডের মোট ২৬০ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে হতদরিদ্র ও ছিন্নমূল পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হিসেবে সেমাই চিনি দুধ ও নগদ অর্থ বিতরণ করা হয়
এ সময় তরুণ উদ্যোক্তা তারেকুজ্জামান জয় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় পবিত্র উৎসব হচ্ছে ঈদুল ফিতর, যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই উদযাপন করে থাকেন শ্রদ্ধার সহিতে। কিন্তু এবারের করোনা পরিস্থিতিতে ঈদ উৎসব আয়োজন ও পালন কষ্টসাধ্য হয়ে পড়েছে বিধায় আমাদের সকলের সমন্বয়ে গঠিত গ্রুপের পক্ষ থেকে ছিন্নমূল গরীব মানুষদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সাথে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র ইউনিয়নের বার বার নির্বাচিত ও সফল চেয়ারম্যান থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা ।
অনুষ্ঠান শেষে দেশবাসী সহ প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন তারেকুজ্জান জয়।