সাইফুল ইসলাম রয়েল, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ট্রলির চাকায় পিষ্ট হয়ে জোবায়ের হোসেন (সাড়ে ৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের বাদদোঁয়াশ গ্রামে।
জানাগেছে, ৯ মে রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের বাদ দোঁয়াশ গ্রামের ট্রলি চালক নুর হোসেন তার ট্রলি আমজাদ হোসেনের আম বাগানে রাখতে যায়। এসময় নুর হোসেনের ছেলে জোবায়ের হোসেন তার বাবার ট্রলিতে ওঠে। কিন্তু পথেরমধ্যে অসাবধানতা বশত ট্রলির চাকার নিচে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা যায় ওই বাচ্চা
এ বিষয়ে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।