মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঢাকা ১৮ আসনের মাননীয় সাংসদ আলহাজ হাবিব হাসান বলেছেন, কোন প্রতিশ্রুতি দিতে চাইনা, এলাকার সকল প্রকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার জনগণকে উন্নয়নের চমক দেখাতে চাই । বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর তুরাগে এতিম ও রোজাদারদের সম্মানে তুরাগ যুব কল্যাণ সংসদের উদ্যোগে,
এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাংসদ আলহাজ হাবিব হাসান । তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে আমাদের সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে । অবকাঠামো উন্নয়নে গৃহীত সকল প্রকল্প সময়মতো বাস্তবায়ন করতে হবে । দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নত যোগাযোগব্যবস্থার ভূমিকা সবচেয়ে বেশি । তাই ঢাকা ১৮ আসনের প্রতিটি এলাকার যোগাযোগব্যবস্থার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এই এলাকার মানুষের জীবনযাত্রায় নতুন গতি সঞ্চার করা হবে । মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এই এলাকার সকল প্রকল্পের কাজের গুণগত মান রক্ষা করে দ্রুত সময়ের মধ্যেই তা সম্পূর্ণ করা হবে । আর এই এলাকার প্রকল্পগুলো সরাসরি প্রান্তিক জনগণের স্বার্থের সঙ্গে জড়িত । তাই প্রকল্প বাস্তবায়নে জনগণের স্বার্থ বিবেচনা করে সবাইকে মিলেমিশে কাজ করারও আহ্বান জানান তিনি ।
তুরাগ যুব কল্যাণ সংসদ ও তুরাগ থানা আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে, অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটির ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর বীর- মুক্তিযোদ্ধা আলহাজ নাসির উদ্দিন, তুরাগ থানা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ আব্দুল বারিক, মোঃ নুরুল ইসলাম ( সুরুজ মোল্লা, তুরাগ থানা আওয়ামী- যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ, যুগ্ন আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন নাসিম, তুরাগ থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তৌকির হাসান ইকবাল, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ বাবুল হোসেনসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং তুরাগ যুব কল্যাণ সংসদের সকল সদস্যগন ।